Photo Gallery
মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের চার নম্বরে গেটের অপর পাশেই হোটেল। রুম থেকেই খেলা উপভোগ করা যায়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর মাত্র ১৫০ গজ দুরত্বে। কিডনি হাসপাতাল মাত্র ২০০ গজ দুরত্বে। এছাড়া কাছাকাছি আছে চক্ষু হাসপাতাল, মিরপুর কলেজ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং ইন্সটিটিউট, মনিপুর স্কুল এ্যান্ড কলেজ, জার্মান টেকনিক্যাল, ফায়ার সার্ভিস, গ্রামিন ব্যাংক, মিরপুর শিশু হসপিটাল। চিড়িয়াখানা আর মিরপুর কমার্স কলেজ আমাদের কাছাকাছি। নিরিবিলি ও মনোরম পরিবেশ।
২০২৩ এর প্রথমদিকে মেয়েকে মণিপুরস্কুলে ভর্তি করানোর জন্য স্বপরিবারে ঢাকায় যাই। স্বাধীনভাবে চলাফেরার জন্য কাছাকাছি একটি হোটেল খুঁজছিলাম। অবশেষে এই হোটেলে উঠি। এতো ভালো লোকেশনে কম খরচে এতো ভালো সার্ভিস পেলাম যে অন্য কেউ বললে বিশ্বাসই করতাম না। এরপরে ঢাকায় স্বল্প সময় থাকার ব্যাপারে আর চিন্তা নেই। সরাসরি চলে আসব এখানে।
হাসান মাসুদ
পাট ব্যাবসায়ী